ঢাকা, ১৯ মার্চ মঙ্গলবার, ২০২৪ || ৫ চৈত্র ১৪৩০
good-food
২১৬

ব্রাজিলে মৃতের সংখ্যা লাখ ছাড়াল

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:৩৯ ৯ আগস্ট ২০২০  

নভেল করোনা ভাইরাসে ব্রাজিলে মৃতের সংখ্যা লাখ ছাড়িয়ে গেল। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী পাঁচ মাসের ভেতর রবিবার পর্যন্ত লাতিন আমেরিকার দেশটিতে কভিড-১৯ রোগে ১ লাখ ৫৪৩ জনের প্রাণ  গেছে ।

দেশটিতে মোট আক্রান্ত ৩০ লাখ ১৩ হাজার ৩৬৯ জন। সুস্থ হয়েছেন ২০ লাখ ৯৪ হাজার ২৯৩ জন।

২১০ মিলিয়ন মানুষের দেশটিতে মে মাসের শেষ দিক থেকে গড়ে প্রতিদিন প্রায় ১ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

করোনায় বিশ্বব্যাপী মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৯৮ লাখ ৩ হাজার ৩ জন। সুস্থ হয়েছেন ১ কোটি ২৭ লাখ ২০ হাজার ২২৫ জন। বিপরীতে মারা গেছেন ৭ লাখ ২৯ হাজার ৫৬৮ জন।

আক্রান্ত ও মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ৫১ লাখ ৪৯ হাজার ৭২৩ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৬৫ হাজার ৭০ জন। 

তিন নম্বরে থাকা ভারতে মোট ২১ লাখ ৫২ হাজার ২০ জন কভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন, মৃত্যু ৪৩ হাজার ৪৫৩ জনের।

রাশিয়ায় এখন পর্যন্ত ৮ লাখ ৮২ হাজার ৩৪৭ জন রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১৪ হাজার ৮৫৪ জন।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর