ঢাকা, ২৭ এপ্রিল শনিবার, ২০২৪ || ১৪ বৈশাখ ১৪৩১
good-food
১৮০

ব্ল্যাক ফাঙ্গাস প্রতিরোধে ডায়াবেটিস রোগীরা যা করবেন

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৩৪ ২৭ মে ২০২১  

করোনাকালে বাড়ছে ব্ল্যাক ফাঙ্গাসের সম্ভাবনা। এরই মধ্যে এতে অনেকে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন। অন্যান্যদের চেয়ে ডায়াবেটিস রোগীদের ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। কারণ তাদের রোগ প্রতিরোধক্ষমতা এমনিতে কম থাকে।


করোনাতে এমনিতে রোগ প্রতিরোধক্ষমতা কমে যায়। আর করোনা চিকিৎসায় স্টেরয়েড দেওয়া হয়, যার পার্শ্বপ্রতিক্রিয়াও রয়েছে। ফলে আরও ঝুঁকি বাড়তে থাকে ফাঙ্গাল ইনফেকশনে আক্রান্ত হওয়ার।


ব্ল্যাক ফাঙ্গাস মাটি, গাছপালা, সারে উপস্থিত। বিশেষজ্ঞদের মতে ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ প্রকট। ফুসফুস ও অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গের উপর প্রভাব ফেলতে পারে এই ছত্রাক। অনেক ক্ষেত্রেই করোনা রোগীর মতো সাধারণ কিছু উপসর্গ থাকে এতে। এজন্য সিটি স্ক্যান করে দেখতে হবে।


চিকিৎসকরা বলছেন, করোনা চিকিৎসা চলাকালীন বা করোনা থেকে সেরে ওঠার পরে ব্ল্যাক ফাঙ্গাসে মানুষ আক্রান্ত হচ্ছে। কিন্তু তাদের মধ্যে সাধারণ বিষয় হলো তারা ডায়াবিটিসের রোগী। তাই এক্ষেত্রে শর্করা মাত্রা নিয়ন্ত্রণে রাখা সবচেয়ে জরুরি।


প্রতিদিন সুগারের মাত্রা চেক করা, মাস্ক পরা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার কথা বলছেন চিকিৎসকরা। রোগীকে স্টেরয়েড দেওয়ার বিষয়েও সতর্ক থাকতে বলছেন। 


সুগার নিয়ন্ত্রণে রাখতে অন্যতম কাজ হলো শরীরচর্চা করা। তবে করোনা থেকে সেরে উঠেই শরীরচর্চা করার পক্ষে না চিকিৎসকরা। কিছুক্ষণ হাঁটা ও হালকা শরীরচর্চার কথা বলছেন তারা। সেই সঙ্গে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও যাতে ঠিক মাত্রায় থাকে, সেদিকে লক্ষ্য রাখতে হবে।
 

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর