ঢাকা, ০৪ নভেম্বর মঙ্গলবার, ২০২৫ || ১৯ কার্তিক ১৪৩২
good-food
৩৮৫

ভারতের করোনা ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে বাংলাদেশ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:১৯ ১৯ আগস্ট ২০২০  

ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা জানিয়েছেন, দেশটির উৎপাদন করা করোনা ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে বাংলাদেশ।

বুধবার ভারত-বাংলাদেশ সচিব পর্যায়ে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

শ্রিংলা বলেন, ভারত করোনা ভ্যাকসিন উৎপাদন করতে পারলে তা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে বাংলাদেশ। কোভিড-১৯ পরবর্তী সম্পর্ক উন্নয়নে এদেশকে গুরুত্ব দিচ্ছি আমরা।

এসময় বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, করোনাকালে ভারতীয় পররাষ্ট্র সচিবের সফর দিল্লির সৌহার্দ্যের নজির। প্রাণঘাতী এ ভাইরাসের টিকা আবিষ্কার করতে পারলে তা পাওয়ার ক্ষেত্রে প্রতিবেশি দেশটি আমাদের অগ্রাধিকার দেবে। আমাদের বিশেষ ভিসা সুবিধা দেয়ারও আশ্বাস দিয়েছে তারা। 

এসময় রোহিঙ্গা ইস্যু নিয়েও আলোচনা হয় বলে জানান তিনি।

হঠাৎ করে দুই দিনের সফরে মঙ্গলবার বাংলাদেশে এসেছেন শ্রিংলা। শেষ দিনে এদেশের নানা পর্যায়ের বিশিষ্টজনদের সঙ্গে দেখা করেন তিনি। সচিব পর্যায়ে বৈঠক শেষেই দেশে ফিরে যাবেন।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর