ঢাকা, ২২ মে বৃহস্পতিবার, ২০২৫ || ৭ জ্যৈষ্ঠ ১৪৩২
good-food
২৩

ভারী বৃষ্টির সম্ভাবনা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:৩১ ২১ মে ২০২৫  

সারা দেশে বৃষ্টির পাশাপাশি তিন বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া দিনের তাপমাত্রা কিছুটা কমবে, তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি। বুধবার (২১ মে) আবহাওয়া অধিদপ্তর এক পূর্বাভাসে জানায়, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহে বেশি বৃষ্টি হতে পারে। ঢাকাসহ অন্যান্য বিভাগেও থাকবে ঝড়বৃষ্টি।

 

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। 

 

বৃহস্পতিবার (২২ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

 

শুক্রবার (২৩ মে) সপ্তাহের শেষ দিনে প্রায় একই ধাঁচের আবহাওয়া থাকবে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বিভিন্ন স্থানে। তাপমাত্রা সামান্য বাড়বে। আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত পূর্বাভাসে আরও বলা হয়েছে, বৃষ্টির এই ধারাবাহিকতা আগামী সপ্তাহজুড়ে থাকতে পারে, বিশেষ করে উত্তর ও পূর্বাঞ্চলে।