ঢাকা, ০২ নভেম্বর রোববার, ২০২৫ || ১৮ কার্তিক ১৪৩২
good-food
৪৩৭

ভ্যাকসিন নিলে মদ পান করা যাবে না!

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:১৮ ১২ ডিসেম্বর ২০২০  

ইতোমধ্যে রাশিয়ায় টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এক সপ্তাহ না যেতেই ধেয়ে এলো ‘দুঃসংবাদ’। চাউর হয়েছে, দেশটির আবিষ্কৃত স্পুতনিক-ভি ভ্যাকসিন নিলে অন্তত দুই মাস মদ্যপান করা যাবে না। কারণ, এসময়ের পরই এর কার্যকারিতা শুরু হয়।

 

রাশিয়ার উপভোক্তা স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থার প্রধান আনা পোপোভা বলেন, দুই ডোজের এ টিকা নেয়ার দু’সপ্তাহ আগে থেকে মদ্যপান বন্ধ রাখতে হবে। পাশাপাশি তা নেয়ার পর ৪২ দিন মদ পান করা যাবে না। অর্থাৎ সবমিলিয়ে প্রায় দুই মাস মদ্যপান থেকে বিরত থাকতে হবে।

 

তিনি জানান, স্পুতনিক-ভি ভ্যাকসিন নেয়ার সময় অ্যালকোহল পেটে গেলে রোগ-প্রতিরোধে বাধা সৃষ্টি হবে।

 

তবে এ নিয়ে নরম সুর ভ্যাকসিন ডেভেলপার জিন্তবার্গের। তিনি জানান, এক গ্লাস শ্যাম্পানে তেমন ক্ষতি হবে না। কিন্তু মাত্রাতিরিক্ত মদ্যপান করলে নিশ্চিতভাবে এ ভ্যাকসিনের কার্যকর ক্ষমতা হ্রাস পাবে।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর