ঢাকা, ০৮ মে বুধবার, ২০২৪ || ২৫ বৈশাখ ১৪৩১
good-food
২৬৭

ভ্যাকসিন: ভারতের নিষেধাজ্ঞা বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য নয়

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:১৮ ৪ জানুয়ারি ২০২১  

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন জানিয়েছেন, কোভিড-১৯ ভ্যাকসিন রফতানির ওপর ভারতের নিষেধাজ্ঞা বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের তিনি বলেন, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের জানিয়েছে, তাদের নিষেধাজ্ঞা (কোভিড ভ্যাকসিন এক্সপোর্ট) বাংলাদেশের জন্য প্রযোজ্য হবে না। আমাদের উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই।


ড. একে আবদুল মোমেন বলেন, গত মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উচ্চ পর্যায়ের বৈঠকে বাংলাদেশকে ভারতীয় ভ্যাকসিন দেওয়ার যে অঙ্গীকার করা হয়েছে তা নিয়ে কোনও সংশয় নেই। ভ্যাকসিন উপযুক্ত সময়ে আসবে…উদ্বেগের কিছু নেই।


তিনি জানান, ভ্যাকসিনটি এ মাসের শেষে পাওয়া যাবে। সেরাম ইনস্টিটিউটের ভ্যাকসিন ভারত ও বাংলাদেশ একই সঙ্গে পাবে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভ্যাকসিনের রেগুলেটরি প্রক্রিয়া বাংলাদেশে অনুমোদনের অপেক্ষায় রয়েছে, যা শিগগির দেয়া হবে।


এক প্রশ্নের জবাবে ড. একে আবদুল মোমেন বলেন, সরকার কোভিড-১৯ টিকা পাওয়ার সম্ভাবনার জন্য ভারত ছাড়া বিভিন্ন উৎস অনুসন্ধান করছে।


বাংলাদেশ সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস-এর সঙ্গে একটি চুক্তি করেছে। এ চুক্তি অনুযায়ী জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির শুরুতে ৩০ মিলিয়ন ডোজ ভ্যাকসিন পাওয়া যাবে।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর