ঢাকা, ০৪ মে শনিবার, ২০২৪ || ২১ বৈশাখ ১৪৩১
good-food
১১১১৫

মাংস দ্রুত সেদ্ধ করার ৯ উপায়

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:১৮ ১১ সেপ্টেম্বর ২০১৯  

অনেক সময় মাংস রান্না করতে গিয়ে বিপাকে পড়েন রাঁধুনিরা। সেদ্ধ হতে দেরি হয়। আবার রান্না করার পর মাংস শক্ত হয়ে রয়ে যায়। স্বভাবতই মাংস ঠিকমতো সেদ্ধ না হলে খেতেও ভালো লাগে না। জেনে নিন সহজে গরুর মাংস সেদ্ধ করার পদ্ধতি:
১. তুলনামূলক প্রেসার কুকারে মাংস দ্রুত সেদ্ধ হয়। তাই সাধারণ চুলার পরিবর্তে কুকার ব্যবহার করতে পারেন।
২. মাংস তাড়াতাড়ি সেদ্ধ করার মহৌষুধ কাঁচা পেঁপে। মাংস রান্নার সময় পেঁপের কয়েক ফোঁটা কষ দিলে দ্রুত সিদ্ধ হয়। আবার তাতে কয়েক টুকরা কাঁচা পেঁপে দিয়ে দিলে খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। এজন্য অনেকেই পেঁপে-মাংস একসঙ্গে রান্না করে থাকেন।
৩. আগে ঘণ্টা খানেক মেরিনেট করে এরপর রান্না করুন। এতে মাংসের স্বাদও বাড়বে যেমন, তেমন সহজে সেদ্ধও হবে।
৪. মাংস দ্রুত সেদ্ধ করতে সবচেয়ে কার্যকর উপাদান হচ্ছে টক দই। রান্নার আগে তা মাংসে মাখালে তাড়াতাড়ি সেদ্ধ হয়। আবার মাংস কষানোর সময় টক দই দিলে দ্রুত সেদ্ধ হয়।

৫. মাংস রান্না করার সময় ১০ মিনিট পর সামান্য চিনি দিতে পারেন। এতে মাংস দ্রুত সেদ্ধ হয়।
৬. ঢাকনা দিয়ে রাখলে তাড়াতাড়ি সেদ্ধ হয়।
৭. মাংস সহজে সেদ্ধ করার জন্য একটি সুপারি দিতে পারেন। ফলে মাংস শিগগির নরম হয়।
৮. মাংস রান্নার সময় পাত্রে একটা তামার পয়সা ফেলে দিতে পারেন। এতে মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয়। বাবুর্চিরা মাংস দ্রুত সিদ্ধ করার জন্য এ পদ্ধতি অবলম্বন করেন।
৯. রান্নার মাঝামাঝি সময়ে লবণ দিন।

সুমির রান্নাঘর বিভাগের পাঠকপ্রিয় খবর