ঢাকা, ২১ নভেম্বর শুক্রবার, ২০২৫ || ৭ অগ্রাহায়ণ ১৪৩২
good-food

‘মিস ইউনিভার্স’ ফাতিমা কত টাকা ও কী কী পাচ্ছেন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৫৮ ২১ নভেম্বর ২০২৫  

৭৪ তম মিস ইউনিভার্সের মুকুট জিতলেন ‘মিস মেক্সিকো’ ফাতিমা বশ। ২১ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৭টায় থাইল্যান্ডের ব্যাংকক শহরে শুরু হয় মিস ইউনিভার্স ২০২৫–এর ফাইনাল পর্ব।

মিস ইউনিভার্সের ফাইনালে উঠে আসেন পাঁচটি দেশের প্রতিনিধি মিস ইউনিভার্স থাইল্যান্ড, মিস ইউনিভার্স ফিলিপাইন, মিস ইউনিভার্স ভেনেজুয়েলা, মিস ইউনিভার্স মেক্সিকো ও মিস ইউনিভার্স আইভরিকোস্ট।

চূড়ান্ত পর্বে সেরার খেতাব জেতেন ২৫ বছর বয়সী ফাতিমা। বিশ্বের ১২০ প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ী হয়েছেন তিনি। 

মেক্সিকোর তাবাস্কো অঙ্গরাজ্যের সান্তিয়াগো দে তেয়াপায় জন্ম ফাতিমার। তিনি মেক্সিকোতে ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশোনা করেছেন।

২০২৫ সালের সেপ্টেম্বরে তাবাস্কো থেকে প্রথম নারী হিসেবে ‘মিস ইউনিভার্স মেক্সিকো’ খেতাব জেতেন। এই জয়ের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তোলেন ফাতিমা—ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা দাঁড়ায় ৯ লাখ ৯০ হাজারের বেশি; আর টিকটকে ৬ লাখ ৯০ হাজার।

নতুন ‘মিস ইউনিভার্স’ ফাতিমা কত টাকা পাবেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি মিস ইউনিভার্স কর্তৃপক্ষ।

তবে বিজয়ীরা ‘প্রাইজমানি’ হিসেবে সচরাচর ২ লাখ ৫০ হাজার ডলার পান, যা প্রায় তিন কোটি টাকার মতো। ২০২৪ সালের বিজয়ী ভিক্টোরিয়া কিয়ের থিলভিগকেও ২ লাখ ৫০ হাজার ডলার দেওয়া হয়েছিল।

ফাতিমা ভাতা হিসেবে প্রতি মাসে ৫০ হাজার ডলার (প্রায় ৬০ লাখ টাকা) পাবেন, অর্থটি ভ্রমণসহ নানা কাজে ব্যবহার করতে পারবেন। তিনি যে মুকুটটি পেয়েছেন, সেটির মূল্য ৫০ লাখ ডলার (৬১ কোটি টাকার মতো)।

নগদ অর্থের বাইরে নিউইয়র্ক সিটিতে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টও পাবেন ফাতিমা।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর