ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
৫৬৬

মিসরের পেঁয়াজ এলেই দাম কমবে: বাণিজ্যমন্ত্রী

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:০৬ ২৮ অক্টোবর ২০১৯  

বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী বলেছেন, সপ্তাহ খানেকের মধ্যে মিসর থেকে পেঁয়াজ আসবে। সেগুলো এলেই পেঁয়াজের দাম কমবে।
চট্টগ্রামের আউটার স্টেডিয়ামে ষষ্ঠ বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য ও রপ্তানি মেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
টিপু মুন্সী বলেন, পেঁয়াজের দাম বৃদ্ধি আমাদের জন্য একটা শিক্ষা। আগামীতে যাতে এরকম আর না হয়, সে ব্যবস্থা করতে হবে। আমরা এখন খাদ্যে সারপ্লাস (উদ্বৃত্ত) করছি। নিজেরা উৎপাদন করতে পারলে ভবিষ্যতে পেঁয়াজ সংকট থাকবে না।
মন্ত্রী বলেন, চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে চায় পূর্ব ভারতের ৫ কোটি মানুষ। এটা করা গেলে অনেকের কর্মসংস্থান হবে। আমাদের এ বন্দরের সক্ষমতা আরো বাড়বে। কলকাতা বন্দর যেতে এখন এক হাজার ২০০ কিলোমিটার পাড়ি দিতে হয়।  আলোচনা বাস্তবায়ন হলে অর্ধেক পথে দাঁড়াবে।
তিনি বলেন, আমি ৫৩ বছর ধরে রাজনীতি করি। ব্যবসা করি ৪৫ বছর ধরে। কিন্তু আমার চেতনায় রয়েছে বাংলাদেশ। আমি আর আমার বাবা একসঙ্গে মুক্তিযুদ্ধ করেছি। এটাই সবচেয়ে বড় গর্বের। ব্যবসা বাণিজ্য আমরা করবো। কিন্তু ইতিহাসটা জানা থাকা দরকার। বঙ্গবন্ধুকে হত্যা শুধু তাকে খুন নয়। এর মধ্যে দিয়ে আবার মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি মাথা তুলেছে। 
মেলায় ২৪০টি দোকান, চারটি প্যাভিলিয়ন, কিডস জোন, খাবারের দোকান আছে। মাসব্যাপী এ প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে চলবে রাত ১০টা পর্যন্ত।