ঢাকা, ০৪ মে রোববার, ২০২৫ || ২০ বৈশাখ ১৪৩২
good-food
১২৩১

মুরগির সংঘবদ্ধ হামলায় শিয়াল নিহত

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:১৭ ২৬ মার্চ ২০১৯  

ফ্রান্সের একটি খামারে মুরগিদের সংঘবদ্ধ হামলায় এক শিয়াল নিহত হয়েছে। সম্প্রতি ফ্রান্সের বার্তা সংস্থা এএফপি খবর জানিয়েছে।

দেশটির উত্তরাঞ্চলের ওই খামারের প্রধান কর্মকর্তা জানান,  ফার্মে ছয় হাজারের মতো মুরগি আছে। তিন একরের মতো জায়গায় সেগুলোর আবাসস্থল। গেল সপ্তাহে রুটিন চেক করার সময় দেখা যায়, একটি শিয়াল মরে পড়ে আছে। তার গায়ে অনেক মুরগির ঠোঁটের আঘাত।

তিনি বলেন, ফার্মটির বৈদ্যুতিক দরজা খোলা পেয়ে শিয়ালটি সেখানে ঢুকে পড়ে। তখন সেখানে থাকা মুরগিগুলো প্রথমে ভয় পায়। তবে পরে প্রায় অর্ধেক মুরগি গিয়ে একযোগে হামলা চালায় শিয়ালের ওপর। সেগুলোর ধারালো ঠোঁটের আক্রমণে জর্জরিত হয়ে ঘটনাস্থলেই মারা যায় শিয়ালটি।

তিনি আরও জানান, একসঙ্গে থাকা মুরগিরা অনেক সময় সংগঠিত হয়ে আত্মরক্ষার্থে হামলা চালিয়ে থাকে।

বিচিত্র বিভাগের পাঠকপ্রিয় খবর