ঢাকা, ১৯ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১
good-food
২৮৫

মৃত্যু-আক্রান্তে রেকর্ড ভাঙছে করোনা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:২১ ৯ জুন ২০২০  

করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৯৭৫ জনে। আর এ সময়ে সর্বোচ্চ ৩ হাজার ১৭১ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭১ হাজার ৬৭৫ জন। 
এর আগে করোনায় সর্বাধিক মৃত্যু ছিল ৪২ জন। গেল শনিবার ও রোববার এ সংখ্যক মানুষ মারা যান।
মঙ্গলবার দুপুরে করোনা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি বলেন, গেল ২৪ ঘণ্টায় ৫৫টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৬৬৪টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৪ লাখ ২৫ হাজার ৫৯৫টি। নতুন নমুনা পরীক্ষায় আরও ৩ হাজার ১৭১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে, যা একদিনে রেকর্ড। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ৭১ হাজার ৬৭৫ জন। 
নাসিমা সুলতানা বলেন, আক্রান্তদের মধ্যে গেল ২৪ ঘণ্টায় সর্বাধিক ৪৫ জন মারা গেছেন। এর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৯৭৫ জনে। গেল একদিনে আরও ৭৭৭ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৫ হাজার ৩৩৬ জন।
এদিকে বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ৪ লাখ ছাড়িয়েছে। ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্যমতে, প্রাণঘাতি এ ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৪ লাখ ৮ হাজার ৯৬৬ জন মৃত্যুবরণ করেছেন। আর আক্রান্ত হয়েছেন ৭২ লাখ ১০ হাজার ১৯৬ জন। সুস্থ হয়েছেন ৩৫ লাখ ৫০ হাজার ৫০০ জন।
মহাদেশভিত্তিক বিভাজনে দেখা গেছে, এ মহামারিতে সারাবিশ্বে মৃত্যুর এক চতুর্থাংশ হয়েছে উত্তর আমেরিকায় (যুক্তরাষ্ট্র অন্যতম)। লাতিন আমেরিকাতেও মৃতের সংখ্যা দ্রুত হারে বাড়ছে। মানবঘাতি করোনার এখন প্রাণকেন্দ্র দক্ষিণ এশিয়া। চীন থেকে উৎপত্তি হওয়ার পর প্রথমে ইউরোপে মারণ এ রোগের প্রাদুর্ভাব ঘটে।