ঢাকা, ২৮ জানুয়ারি বুধবার, ২০২৬ || ১৪ মাঘ ১৪৩২
good-food
১০৯

মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:১৬ ১১ ডিসেম্বর ২০২৫  

অবশেষে মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার করেছে সরকার। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। 

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, “মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। এতে সরকারের ৪০ কোটি টাকার মতো লোকসান হবে। ঢাকার মানুষের যাতায়াতে যুগান্তকারী ভূমিকা পালন করছে মেট্রোরেল। তাই ভ্যাট প্রত্যাহার করা হয়েছে।”

শফিকুল আলম বলেন, “আগামী ফেব্রুয়ারির সম্ভবত ১৮-১৯ তারিখ বা আরও আগে রোজা শুরু হচ্ছে। ওই মাস আমাদের মুসলমান ভাই-বোনরা অনেকেই খেজুর দিয়ে ইফতারি করেন। ফলটির ওপর ট্যাক্স ইনসিডেন্স ছিল প্রায় ৫২ শতাংশ। সেটাকে কমানো হয়েছে। এটা এখন ৪০ শতাংশ-এর মতো হবে। খেজুরের একটা কাস্টমস ডিপি ছিল ২৫ শতাংশ, সেটা কমানো হয়েছে। যেটা এখন ১৫ শতাংশ হ্রাস করা হয়েছে। এই দুটা ছিল ট্যাক্সের ইস্যু।”

প্রেস সচিব বলেন, “বাণিজ্যিক আদালত অধ্যাদেশ ২০২৫-এর খসড়া চূড়ান্ত অনুমোদন হয়েছে। এমেন্ডমেন্ট অর্ডিনেন্স ২০২৫-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। আইনগত সহায়তা প্রদান এটার দ্বিতীয় সংশোধন অধ্যাদেশ ২০২৫-এর খসড়া করা হয়েছে। বাণিজ্যিক আদালতের যে ল’টা, এটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে এটা আমাদের এনসি গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে খুবই প্রয়োজন হবে।”

ভ্রমণ বিভাগের পাঠকপ্রিয় খবর