ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
৭৪০

ম্যান ভার্সেস ওয়াইল্ডে নরেন্দ্র মোদি

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:০২ ২৯ জুলাই ২০১৯  

জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব বিয়ার গ্রিলস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে এসেছেন বিখ্যাত টিভি অনুষ্ঠান ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’ এ। তাদের দুজনকে একসঙ্গে দেখা যাবে উত্তরখন্ডের বন্য পরিবেশে অ্যাডভেঞ্চার করতে।

এক বিবৃতিতে ডিসকভারি চ্যানেল জানায়, অনুষ্ঠানটি ধারণ করা হয়েছে ভারতের জিম করবেট ন্যাশনাল পার্কে। খুবই আন্তরিকতাপূর্ণ ছিল গ্রিলস ও মোদির এই অভিযান।

এরই মধ্যে নিজের টুইটার অ্যাকাউন্টে অনুষ্ঠানটির টিজার শেয়ার করেছেন গ্রিলস। গাড়িতে চড়ে বন্য পরিবেশে যান তারা, পরে ছোট একটি ডিঙিতে চড়ে নদী পাড়ি দিতে দেখা যায়। অন্য একটি দৃশ্যে গ্রিলসকে ভারতে স্বাগত জানান মোদি। তাদের হাতে ছিল একটি অস্ত্র, যা বানানো হয়েছে বন থেকে পাওয়া বাঁশ ও অন্য উপাদান দিয়ে।


মোদি বলেন, ‘তোমার জন্য এটি আমার কাছে রাখছি।’ উত্তরে গ্রিলস হেসে বলেন, ‘আপনি ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমার কাজ হলো আপনাকে বাঁচিয়ে রাখা।’

মূলত প্রাণী সংরক্ষণ ও পরিবেশগত পরিবর্তন নিয়ে সচেতনতার উদ্দেশে অনুষ্ঠানটি নির্মাণ করা হয়েছে।

ডিসকভারি চ্যানেলে অনুষ্ঠানটি প্রচার হবে ১২ আগস্ট। দেখা যাবে বিশ্বের ১৮০টির বেশি দেশে। এর আগে ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’-এ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে হাজির করেন বিয়ার গ্রিলস।