ঢাকা, ১১ মে রোববার, ২০২৫ || ২৭ বৈশাখ ১৪৩২
good-food
২৮৮

যে উপসর্গ দেখলে সঙ্গে সঙ্গে চিকিৎসককে জানাতে হবে

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:২৭ ১৭ মে ২০২১  

করোনার উপসর্গ নানারকম রয়েছে। দ্বিতীয় ঢেউয়ে আরও বেশি করে দেখা দিচ্ছে কম চেনা কিছু লক্ষণ। সামান্য জ্বর, কাশি, মাথা ব্যথা হলে ভয়ের কিছু নেই। সাবধানে থাকতে হবে। চিকিৎসকের সঙ্গে কথা বলতে হবে। সেই মতো ওষুধ খেয়ে সেরে উঠবেন রোগী। 


তবে এমন কিছু উপসর্গ দেখা দিচ্ছে, যা নজরে পড়লে এক মুহূর্তও সময় নষ্ট করা ঠিক নয়। অসাবধান হলে পরিস্থিতি গুরুতর হচ্ছে বহু ক্ষেত্রে। কী সেই উপসর্গ?
বুকে ব্যথা এবং সেই থেকে কিছু জটিলতা দেখা গিয়েছিল আগের ঢেউয়েও। তবে এমন ঘটনার সংখ্যা কম থাকায় অনেকেই পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারেননি। 


দ্বিতীয় ঢেউয়ে হঠাৎ বুকে ব্যথার ঘটনা দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে। এমন কিছু হলে সতর্ক থাকতে হবে। সময় নষ্ট করার সুযোগ নেই। পেটে সমস্যা হলেও দ্রুত শারীরিক অবস্থার অবনতি হতে দেখা গিয়েছে। ফলে ডায়রিয়া এবং বমিভাব হলে সাবধান হতে হবে।


চিকিৎসা চাওয়ার ক্ষেত্রে গাফিলতি করলে চলবে না যদি অতিরিক্ত দুর্বলতা থাকে। বেশ কিছু মানুষের ক্ষেত্রে দেখা যাচ্ছে, সেই দুর্বলতা গুরুতর প্রভাব ফেলছে শরীরের উপরে। ফলে শরীর দুর্বল লাগলে সঙ্গে সঙ্গে চিকিত্সকের পরামর্শ নেওয়া জরুরি।
 

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর