ঢাকা, ২৪ আগস্ট রোববার, ২০২৫ || ৯ ভাদ্র ১৪৩২
good-food
৬২৩

রংপুর চেম্বারের নতুন সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:২৮ ১৫ জুন ২০২১  

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আরসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিল্পপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু। তিনি মোতাহার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক। ২০২১-২৩ মেয়াদে আরসিসিআইয়ের নেতৃত্ব দেবেন তিনি। মেসার্স শাপলা কোল্ড স্টোরেজের ব্যবস্থাপনা পরিচালক মো. আজিজুল ইসলাম মিন্টু  সিনিয়র সহসভাপতি এবং  মেসার্স এমকে ট্রেডার্সের স্বত্বাধিকারী মনজুর আহমেদ আজাদ সহসভাপতি নির্বাচিত হয়েছেন।

 

সোমবার চেম্বার ভবনের আরসিসিআই বোর্ডরুমে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। আরসিসিআই নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও ন্যাশনাল ব্যাংক রংপুর শাখার সিনিয়র অ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ব্যবস্থাপক মো. আব্দুর রহিম ফলাফল ঘোষণা করেন।

 

১২ জুন জেনারেল গ্রুপের ১২ জন, অ্যাসোসিয়েট গ্রুপের ছয়জন এবং ট্রেড গ্রুপের একজনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়।