ঢাকা, ২৪ আগস্ট রোববার, ২০২৫ || ৯ ভাদ্র ১৪৩২
good-food
৪১৩

রমজানের প্রথম দিনে আরেক দফা বাড়ল এলপিজির দাম

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৫০ ৩ এপ্রিল ২০২২  

রমজানের প্রথম দিনেই আরেক দফা দাম বাড়ানো হয়েছে তরলিকৃত পেট্রোলিয়াম (এলপিজি) গ্যাসের। ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম আরো ৪৮ টাকা বাড়িয়ে ১৪৩৯ টাকা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

রোববার সন্ধ্যা ৬টা থেকে এটি কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর আগে মার্চের ৩ তারিখে এলপিজির ১২ কেজির দাম ১২৪০ টাকা থেকে বাড়িয়ে ১৩৯১ টাকা করা হয়েছিল।

 

একইভাবে গত ৩ ফেব্রুয়ারি এলপিজির ১২ কেজির সিলিন্ডারে ৬২ টাকা বৃদ্ধি করে ১২৪০ টাকা নির্ধারণ করা হয়েছিল। এ ছাড়া জানুয়ারিতে ছিল ১১৭৮ টাকা।


গত বছরের ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করেছিল বিইআরসি। এর পর থেকে প্রতি মাসে একবার দাম সমন্বয় করা হচ্ছে।