ঢাকা, ২৯ এপ্রিল সোমবার, ২০২৪ || ১৬ বৈশাখ ১৪৩১
good-food
২৪৪

রাজশাহী কেন জলাবদ্ধ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৩১ ১১ অক্টোবর ২০২৩  

১. ১০ বছরেও সড়কের মাঝে নিচ দিয়ে বড় মোটা পাইপে সুয়ারেজ লাইন করতে ওয়াশার ব্যর্থতা।
২. হাইকোর্টের নির্দেশনা না মেনে শত শত পুকুর ভরাট।

 

৩. পদ্মার বাঁধে বৃটিশ আমলের স্লুইস গেটগুলি থেকে নগরীর উত্তরে প্রবাহিত ড্রেনগুলি ছোট করে ফেলে পাবলিককে স্পেস দখলের সুযোগ করে দেয়া এবং পানি প্রবাহ ধীরগতি করা। ঢালেরও পরিবর্তন করা। ২৫ বছর আগে রাসিকের ড্রেনেজ প্রকল্পের এই আত্মঘাতী ভুলের ওপর ভিত্তি করেই আজও প্রাইমারি, সেকেন্ডারি ও টারসিয়ারি ড্রেনেজ প্রকল্প চলছে।

 

৪. আবর্জনা ও পলিথিন ফেলে ড্রেনের প্রবাহে বাধাদান। জনসচেতনতা তৈরি ও আইন প্রয়োগে ব্যর্থতা।
৫. বর্ষার আগে আগে ড্রেন পরিস্কার যথাযথ না হওয়া।
৬. নগরীর উত্তরের খাল বিল নদী ভরাট, দখল ও  বেআইনী স্থাপনার কারণে পানি নামতে বাধা।

 

৭. নীতিমালা না মেনে ভবন নির্মানকারীদের বিরুদ্ধে আরডিএর ব্যবস্থা গ্রহনে ব্যর্থতা। জলাশয় ভরাটের পর জমির শ্রেনী পরিবর্তন করে ভবন নির্মানের অনুমোদন দেয়া গুরুতর অপরাধ কীনা তা অনুধাবনে প্রশাসনিক ব্যর্থতা।
৮. হাইরাইজ ভবন, জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে ১০০ বছরের উন্নয়ন মহাপরিকল্পনা না করে অপরিকল্পিত উন্নয়ন।

 

আপনাদের মন্তব্যের আলোকে যুক্ত- 

৯. মাটি ও ঘাসের আস্তরণ পানি শোষন করে। উদ্যান, পার্ক, মাঠ, স্কুল, কলেজ, গৃহ সবই কংক্রিট এবং টাইলসে মুড়ে দেয়া হচ্ছে। রাসিক জিরো সয়েল প্রকল্প করে সড়কের দুপাসের হেরিংবোন বন্ডের স্পেস কার্পেটিং করেছে।

 

১০. সড়ক পুনঃনির্মান ও সংস্কারের সময় নিয়মানুযায়ী উচ্চতা ও ঢাল অনুরূপ না রেখে বছরে বছরে উঁচু করায় নগরজুড়ে ড্রেনের ঢালও এলোমেলো হয়ে গেছে। বাড়ি নিচু হয়ে পানি ঢুকে পড়ছে।

 

১১. উন্নয়ন পরিকল্পনা করার আগে বিধি মোতাবেক বিশেষজ্ঞ, অভিজ্ঞ এবং নাগরিকদের পরামর্শ গ্রহনে ব্যর্থতা।
১২. জনপ্রতিনিধি ও নাগরিকদের উদাসীনতা।
 

লেখক: আহমদ সফিউদ্দিন

সংবাদকর্মী, সাবেক কর্মকর্তা (রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বিশ্বসাহিত্য কেন্দ্র)