ঢাকা, ৩০ ডিসেম্বর মঙ্গলবার, ২০২৫ || ১৬ পৌষ ১৪৩২
good-food

রুমিন ফারহানা-সাইফুল ইসলাম নীরবসহ ৯ নেতা বহিষ্কার

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:১০ ৩০ ডিসেম্বর ২০২৫  

‘দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য’ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরবসহ ৯ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এই তথ্য জানানো হয়েছে।

বহিষ্কৃত নেতাদের মধ্যে আরও রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ শাহ আলম, হাসান মামুন, আব্দুল খালেক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট এর মহাসচিব তরুণ দে,  সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মামুনুর রশিদ (চাকসু মামুন) ও ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন বাঞ্চারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।

রিজভী জানান,  বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিএনপি থেকে বহিষ্কৃত নেতা সাইফুল আলম নীরব ঢাকা-১২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন।

বহিষ্কৃত অন্য নেতারা বিএনপি মনোনীত প্রার্থীদের পক্ষে সমর্থন জানাননি বলে অভিযোগ রয়েছে। এ সব কারণে তাদের বিরুদ্ধে দলের হাইকমান্ড সাংগঠনিক সিদ্ধান্ত নিয়েছে।

রাজনীতি বিভাগের পাঠকপ্রিয় খবর