ঢাকা, ০১ জুলাই মঙ্গলবার, ২০২৫ || ১৭ আষাঢ় ১৪৩২
good-food
৪৫২

রেলের পণ্য পরিবহনের মাশুল অর্ধেক করা হবে : রেলমন্ত্রী

লাইফ টিভি 24

প্রকাশিত: ১০:৩৭ ১৪ মে ২০২০  

রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, রেলের পণ্য পরিবহন আরো সহজ করা হচ্ছে। বিদ্যমান শুল্ক হ্রাস করে কৃষিপণ্য পরিবহনের ক্ষেত্র শুল্ক অর্ধেক হ্রাস করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। 


বুধবার তেজগাঁও রেলস্টেশন সরেজমিন পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। 


রেলমন্ত্রী বলেন, আমরা অভ্যন্তরীণ ভাবে তিনটি লাগেজভ্যান ট্রেন পরিচালনা করছি। শিগগির ভারত থেকে পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হবে। এজন্য তেজগাঁও স্টেশনের সুযোগ সুবিধা বাড়ানো হবে। তিনি আরো বলেন, কৃষকরা যাতে তাদের উৎপাদিত কৃষিপণ্য সহজে পরিবহন করতে পারেন এজন্য রেলের বিদ্যমান মাশুল কেজিতে ৩ টাকার পরিবর্তে অর্ধেক নির্ধারণ করা হয়েছে। 


এর আগে মন্ত্রী তেজগা স্টশেন সিএসিড গোডাউন পরিদর্শন করেন। এসময় মন্ত্রীর সঙ্গে মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা ও রেলওয়ের মহাপরিচালক উপস্থিত ছিলেন। 


করোনা ভাইরাসের প্রাদুর্ভাব জনিত কারণে যাত্রীবাহী ট্রেন বন্ধ থাকায় বাংলাদেশ রেলওয়েতে কৃষিপণ্যবাহী পার্সেল ট্রেন ট্রেন চলাচল করছে। বর্তমানে বাংলাদেশ রেলওয়েতে তিনটি রুটে ট্রেন চলাচল করছে। 

 

রুট তিনটি হল চট্টগ্রাম- সরিষাবাড়ী -চট্টগ্রাম, ঢাকা -ভৈরব বাজার - ঢাকা  এবং বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলও‌য়ে স্টেশন (পঞ্চগড়)   টু ঢাকা। 

 

উল্লেখ্য  গত ১ মে থেকে উল্লেখিত ট্রেনগুলি কৃষিপণ্য / সবজি এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিস পরিবহন করছে ।