ঢাকা, ২৭ আগস্ট বুধবার, ২০২৫ || ১২ ভাদ্র ১৪৩২
good-food
১৫১৬

শাহজালালে বিমানের টয়লেটে মিলল ১২০ সোনার বার

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:২১ ২০ এপ্রিল ২০১৯  

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় ১০ তোলা ওজনের ১২০ সোনার বার (১৪ কেজি) উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দাদের একটি দল।

শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ব্যাংকক থেকে আসা ইউএস বাংলার BS214 ফ্লাইটের টয়লেট থেকে বারগুলো উদ্ধার করা হয়।  

গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা দল জানতে পারে ব্যাংকক থেকে আগত BS214 ফ্লাইটের মাধ্যমে সোনা চোরাচালান হবে। প্রেক্ষিতে ওই বিমানের দিকে নজর রাখেন তারা। পরে সেটি অবতরণ করার সঙ্গে সঙ্গে কাস্টমস গোয়েন্দার চৌকস দল তাতে তল্লাশি শুরু করেন। এক পর্যায়ে বিমানের টয়লেটে পরিত্যক্ত অবস্থায় সোনার বার পাওয়া যায়।

উদ্ধারকৃত সোনার বারের আনুমানিক মূল্য ৭ কোটি টাকা। কর্তৃপক্ষ জানিয়েছেন, এই বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।