ঢাকা, ০৭ নভেম্বর শুক্রবার, ২০২৫ || ২২ কার্তিক ১৪৩২
good-food
৬৫৭

শীতজনিত রোগে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪১৫০ জন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:২৮ ২৯ ডিসেম্বর ২০১৯  

সারাদেশে গত ২৪ ঘণ্টায় শীতজনিত রোগে ৪ হাজার ১৫০ জন আক্রান্ত হয়েছে বলে সরকার পক্ষ থেকে জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের পাঠানো তথ্যে দেখা যায়, ৬৯৮ জন রোগী শ্বাসযন্ত্রের তীব্র সমস্যার কারণে চিকিৎসা নিয়েছেন।

ডায়রিয়ার জন্য ১৬০৩ জন এবং জন্ডিস, চোখের সমস্যা, চর্মরোগ, জ্বরসহ অন্যান্য রোগের জন্য ১৮৪৯ জন চিকিৎসা নিয়েছেন।

শীতজনিত রোগের কারণে গত ১ নভেম্বর থেকে ২৯ ডিসেম্বরের মধ্যে দেশজুড়ে ৫০ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে।