ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
২১৫

শুধু ভোট বাড়বে না, গণজোয়ার সৃষ্টি করবে এই বাজেট: কৃষিমন্ত্রী

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৫৬ ১ জুন ২০২৩  

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আগামী নির্বাচনে গণজোয়ার সৃষ্টি করবে বলে মন্তব্য করেছেন। বৃহস্পতিবার সংসদ ভবনের সামনে এক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। 


মন্ত্রী সাংবাদিকদের বলেন, আমরা ১৪ বছর ধরে দেশ চালাচ্ছি। প্রত্যেকটা বাজেটই আমরা মনে করি জনগণের কল্যাণ বয়ে এনেছে। জনগণের জীবন যাপন সহজ করার জন্য, জীবন মান উন্নয়নে বাজেট দিয়েছি। সেটা যদি সফল হয়ে থাকে তাহলে অবশ্যই এটার প্রভাব পড়বে। এবারো এমন বাজেট আমরা দিচ্ছি আপনার দেখবেন একটা গণজোয়ার সৃষ্টি হবে। ভোট শুধু বাড়বে না ভোটে গণজোয়ার সৃষ্টি করবে।


এসময় কৃষিমন্ত্রী  বলেন, আগামীতে দ্রব্যমূল্যের দাম কমে আসবে। মূল্যস্ফীতি অবশ্যই ৬ শতাংশের নিচে নেমে আসবে। বাজেটের ঘাটতি ৫ দশমিক ২ শতাংশের বেশি হবে না। খুবই একটা ব্যালেন্স বাজেট আমরা এবার দিয়েছি।

অর্থনীতি বিভাগের পাঠকপ্রিয় খবর