ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
৫৭৩

শেয়ারবাজারে উত্থান: ডিএসইতে লেনদেন ছাড়াল ২১ শ’ কোটি টাকা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৩৪ ৪ জানুয়ারি ২০২১  

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ২১ শ' কোটি টাকা ছাড়িয়েছে। দেশের উভয় শেয়ারবাজারে সোমবার উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। আজ শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেন। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। 

 

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৩.৩৬ পয়েন্ট বেড়ে  ৫ হাজার ৬৫২.৩২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ১২.৮২ পয়েন্ট, ১২.১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ২০৯১.৭৮ পয়েন্টে এবং ১১৮৬.১৬ পয়েন্টে। 

 

ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ১৯৩ কোটি ১ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিনের চেয়ে ২৬৭ কোটি ২৪ লাখ ৩০ হাজার টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৯২৫ কোটি ৭৭ লাখ ৩৩ হাজার টাকার।

 

ডিএসইতে ৩৬২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৫৭টির বা ৪৩.৩৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১৪২টির বা ৩৯.২২ শতাংশের এবং ৬৩টি বা ১৭.৪০ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

 

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১০৭.২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৩৭২.৩৯ পয়েন্টে। সিএসইতে হাত বদল হওয়া ২৯১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৪৭টির, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির দর।

অর্থনীতি বিভাগের পাঠকপ্রিয় খবর