ঢাকা, ২৭ এপ্রিল শনিবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
৫৫৮

শেয়ারবাজারে উত্থান: সূচক অতিক্রম করল ৫৮০০ পয়েন্ট

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৩৪ ১২ জানুয়ারি ২০২১  

দেশের উভয় শেয়ারবাজারে উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। মঙ্গলবার শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। সেই সাথে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর ।

 

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৩ মাস পর ৫ হাজার ৮০০ পয়েন্ট অতিক্রম করেছে। ডিএসইএক্স ১৪২.২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৬১.০২ পয়েন্টে। ডিএসইর এ সূচক ২৩ মাস বা ৪২৪ কার্যদিবস পর ৫ হাজার ৮০০ পয়েন্ট অতিক্রম করল।

 

ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২৫.২৫ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৭১.০১ পয়েন্ট এবং সিডিএসইটি সূচক ২১.৮৭ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩২২.৬৭ পয়েন্টে, ২১৯৪.৯৮ পয়েন্টে ও ১২৫০.০৫ পয়েন্টে।

 

ডিএসইতে ১ হাজার ৯৮২ কোটি ৬৪ লাখ টাকা লেনদেন হয়েছে। এদিন ৩৬২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারদর বেড়েছে ১৯৫টির, শেয়ারদর কমেছে ১০৬টির এবং ৬১টির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

 

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪২৪.১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৮৯.৫৫ পয়েন্টে।

অর্থনীতি বিভাগের পাঠকপ্রিয় খবর