ঢাকা, ২৪ আগস্ট রোববার, ২০২৫ || ৯ ভাদ্র ১৪৩২
good-food
৫৫৭

শেয়ার ব্যবসায় নামলেন সাকিব

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:৪৫ ২১ মে ২০২১  

ক্রিকেটের মাঠে পাশাপাশি ব্যবসায় বেশ সফল স্বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার দেশসেরা এই ক্রিকেটার নেমেছেন শেয়ার ব্যবসায়। মোনার্ক হোল্ডিং লিমিটেড নামে একটি ব্রোকার হাউজ খুলেছেন সাকিব। যার অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। সাকিবের এই ব্রোকার হাউজের মাধ্যমে বিনিয়োগকারীরা পুঁজিবাজারে লেনদেন করতে পারবেন।

 

জানা গেছে, সাকিব আল হাসান বর্তমানে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বিনিয়োগ শিক্ষার শুভেচ্ছাদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। সাধারণ বিনিয়োগকারীদের পুঁজিবাজারে বিনিয়োগের বিষয়ে সচেতনা বৃদ্ধির কাজ করেন।

 


সাকিবের শেয়ার ব্যবসায় যুক্ত হওয়ার বিষয়টি  নিশ্চিত করে বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম গণমাধ্যমকে জানান, সম্প্রতি নতুন করে ব্রোকার হাউজের অনুমোদনের জন্য একটি প্রস্তাব ডিএসই কমিশনকে দিয়েছে। কমিশন এই প্রস্তাব অনুমোদন করেছে।  সাকিব আল হাসান চেয়ারম্যান  এই প্রতিষ্ঠান মোনাকো হোল্ডিংসসহ ৩০টি প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়েছে।