ঢাকা, ২৭ এপ্রিল শনিবার, ২০২৪ || ১৪ বৈশাখ ১৪৩১
good-food
১২৯

শেয়ারবাজারে বিও অ্যাকাউন্ট খুললেন প্রধানমন্ত্রী

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৫৬ ২০ ডিসেম্বর ২০২৩  

শেয়ারবাজারে বিও অ্যাকাউন্ট (বেনিফিশিয়ারি ওনার্স) খুললেন বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর ছোট বোন শেখ রেহানা।

শেয়ারবাজারের অন্যতম ব্রোকারেজ হাউজ উত্তরা ব্যাংক সিকিউরিটিজে তাঁরা এই অ্যাকাউন্ট খুলেছেন।  বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।

অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, জাতির পিতার উত্তরা ব্যাংকের ৪০টি শেয়ার ছিল। বর্তমান সংখ্যায় ডিভিডেন্ডসহ তাঁর যোগ্য উত্তরসূরীদের কাছে শেয়ারগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে। 

বিএসইসি চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রীর হাতে হস্তান্তর করতে পেরে আমরা দায়মুক্ত হলাম। পাশাপাশি আমরা গর্বিতও হয়েছি যে, প্রধানমন্ত্রী এবং তাঁর বোন শেয়ারবাজারে শামিল হলেন।

শেয়ার সার্টিফিকেট হস্তান্তরের ও বিও অ্যাকাউন্ট খোলার সময় উপস্থিত ছিলেনবাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার ও ডেপুটি-গভর্নর কাজী-ছাইদুর-রহমান।

অর্থনীতি বিভাগের পাঠকপ্রিয় খবর