ঢাকা, ১৮ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ৫ বৈশাখ ১৪৩১
good-food
১০৫

শেয়ারবাজারে লেনদেন দুই হাজার কোটি টাকা ছাড়ালো

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:০৭ ৩১ আগস্ট ২০২২  

শেয়ারবাজারে বুধবারও (৩১ আগস্ট) উত্থান হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন দুই হাজার কোটি টাকা ছাড়ালো।
এদিন শেয়ারবাজারের সব সূচকই বেড়েছে।  

বুধবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৪.৩৮ পয়েন্ট বেড়ে  ৬ হাজার ৪৫৭.২১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর  শরিয়াহ সূচক ২.৩৮ পয়ন্ট  এবং ডিএসই-৩০ সূচক ৩.৭৩ পয়েন্ট বেড়ে  যথাক্রমে এক হাজার ৩৯৮.৬৭ পয়েন্টে এবং দুই হাজার ২৮৩.০৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে  বুধবার দুই হাজার ৫ কোটি ৬৯ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২৩৬ কোটি ৩৯ লাখ টাকা বেশি। 
 আজ ৩৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭৯টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১৩৫টির  এবং ৬৬টির প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।