ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪ || ৭ বৈশাখ ১৪৩১
good-food
৫০৬

শেয়ারবাজারে ১৩ বছরে সর্বনিম্ন লেনদেন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৩১ ৪ জুন ২০২০  

প্রধান শেয়ারবাজারে সূচকের পতন ঠেকানো যাচ্ছে না। টানা ৪দিন ধরে কমেছে লেনদেনের পরিমাণ। 
 বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১০ পয়েন্ট। মোট লেনদেন হয়েছে ৪২ কোটি ৯৭ লাখ টাকার। যা গত ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন।


এর আগে ২০০৭ সালের ২৪ এপ্রিল ডিসইএতে ৪০ কোটি ৩৯ লাখ টাকার লেনদেন হয়। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আজ সামান্য বেড়েছে। আগের দিনের চেয়ে সিএএসপিআই ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ২৩৭ পয়েন্টে।

হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে আজ দর বেড়েছে ১১টির, কমেছে ৩৬টির ও অপরিবর্তিত আছে ২৬২টির দর।

অর্থনীতি বিভাগের পাঠকপ্রিয় খবর