ঢাকা, ১৬ এপ্রিল মঙ্গলবার, ২০২৪ || ৩ বৈশাখ ১৪৩১
good-food
৭৩৭

সংকোচনমুখী মুদ্রানীতি ঘোষণা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:০০ ৩১ জুলাই ২০১৯  

বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি কমিয়ে সতর্ক ও সংকোচনমুখী মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (৩১ জুলাই ) দুপুরে বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে গভর্নর ফজলে কবির নতুন মুদ্রানীতি ঘোষণা করেন।

২০১৯-২০ অর্থবছরের বেসরকারি খাতে কমানো হয়েছে অভ্যন্তরীণ খাতে ঋণ প্রবাহের লক্ষ্যমাত্রা। যা গত অর্থবছরের তুলনায় ১.৭ ভাগ কম।

চলতি অর্থবছরের জন্য বেসরকারি খাতে ঋণের লক্ষ্যমাত্রা কমিয়ে আনা হয়েছে ১৪.৮ শতাংশে, যেখানে সরকারি খাতে ঋণ যাবে ২৪.৩ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, 'মুদ্রানীতির এই লক্ষ্যমাত্রা দিয়েই মূল্যস্ফীতির সহনীয় পর্যায়ে রেখে কাঙ্ক্ষিত জিডিপি প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব একই সঙ্গে কর্মসংস্থানও সম্ভব।'

এই মুদ্রানীতিতে খেলাপি ঋণ কমানোসহ নতুন করে যেনো খেলাপি সৃষ্টি না হয় সে ব্যাপারে পদক্ষেপ নেয়ার ইঙ্গিত দিয়ে গভর্নর বলেন, 'এখন থেকে পুরো অর্থবছর জুড়ে একবারই মুদ্রানীতি ঘোষণা করা হবে।'

তিনি বলেন, 'প্রবাসী আয়ে প্রণোদনা দিতে গাইড লাইন তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক যা পাঠানো হয়েছে অর্থ মন্ত্রণালয়ে। গাইড লাইন হলে এর অপব্যবহারের সুযোগ নেবে না কেউ। এক হাজার ডলারের মধ্যে প্রবাসী আয় পাঠালে এই কাগজ লাগবে না।