ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
৫১২

সফলতাবোধ - ব্যর্থতাবোধ এবং আরো কিছু

খায়রুল আনাম

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:৫১ ১১ ডিসেম্বর ২০১৯  

মানুষের বেশীরভাগ জ্ঞান আপেক্ষিক, বিশেষ ক'রে সময় ও স্থান বিবেচনায়। তারপরেও বলা যায় কিছু জ্ঞান নির্দিষ্ট; যেমন -  ধ্রুপদী গাণিতিক জ্ঞান সহ বিজ্ঞান ও প্রযুক্তির কিছু জ্ঞান ( যার কিছু পদার্থের স্থায়ী বৈশিষ্ট্যের সাথে সম্পর্কযুক্ত )।

নির্দিষ্ট ধ্রুপদী জ্ঞানের সীমার বাইরে মানুষের বেশীরভাগ জ্ঞান বা ধারণা আপেক্ষিক। উক্ত সত্যকে বিবেচনায় রেখে বলা যায়, প্রত্যেক মানুষ পরিচালিত হয় তার নিজের জ্ঞানের ভিত্তিতে। যে কোনো ইস্যু সম্পর্কে মানুষের নিজের জ্ঞান প্রতিনিয়ত বলে দেয় কোনটা ঠিক কোনটা ঠিক নয়। নিজের ভেতরের সেই বোধের ভিত্তিকে হয়তো বিবেক বলা যেতে পারে। যে কোনো মানুষ যে কোনো পেশা বা কর্মে যুক্ত থাকুক, তার নিজের বোধ তাকে বলে দেয় কোনটা ঠিক, বেঠিক, ন্যায়, অন্যায় ইত্যাদি। মানা বা না মানা সেটা ব্যক্তির নিজের দায় ; যেমন - সবাই জানে, ধূমপান health - এর জন্য ক্ষতিকর, তারপরেও অনেকে ধূমপান করে। অর্থাৎ, শুধু জানা নয়, মানার ব্যাপার আছে; না মানলেও জানা টা জানা রয়ে যায়।

সাধারণভাবে, মানুষ যিনি যে কর্মক্ষেত্রে যুক্ত থাকেন মূলত সেই কর্মেই তার সময় ব্যয় হয়। ব্যক্তি তার নিজ কর্মক্ষেত্রে থেকে নিজের জানা এবং বোধকে সম্মান করতে পারলে তিনি নিজে থেকে নিজের কাছে পরিস্কার থাকবেন , সততার সাথে থাকবেন এবং সবচেয়ে ভালো অবদান রাখতে পারবেন, যা দেশ জাতি তথা গোটা পৃথিবীর জন্য কল্যাণকর ভূমিকা রাখতে পারবে। আর যদি, নিজের গন্ডিতে গলদ রেখে সব কিছুতে ভুয়া অবদান রেখে দেশ তথা পৃথিবীকে স্বর্গ বানাতে চান, তা হবে মিথ্যাচার, ভন্ডামী, প্রতারণা এবং নৈতিক অপরাধ। হ্যাঁ , ক্ষণজন্মা ব্যতিক্রমী ব্যক্তিদের কথা আলাদা।

আমাদের দেশে অনেকে তাদের নিজের কর্মক্ষেত্রের সাথে অসততা করে আরো অনেক কিছুর সাথে যুক্ত হয়ে অনেক কিছু উদ্ধার করতে চান, যা অযৌক্তিক এবং নিস্ফলা ; সাধারণত এ রকম করা হয় নিজের নাম প্রচারের জন্য, কিছু বেকুব মানুষের বাহবা পাবার জন্য, যা এক ধরণের নৈতিক অপরাধ। অবৈধ অর্থ বা ক্ষমতার লোভের মতো খ্যাতির লোভ ও খারাপ এবং অপরাধ। অনেকে বিরাজমান অনেক সীমাবদ্ধতাকে হাইলাইট করে বলতে চান অমুক কারণে দেশ ও জাতিকে উদ্ধার করতে পারলাম না। হ্যাঁ , সীমাবদ্ধতা থাকে বা আছে ; সীমাবদ্ধতার মধ্যেও মানুষ তথা দেশ জাতির পৃথিবীর জন্য সাধ্যমতো অনেক কিছু করা যায়, যদি অযৌক্তিক খ্যাতির লোভ বা নেশা না থাকে।

অতএব, যিনি যে অংগনে যে কাজ করেন তা নিজের বিবেক সম্মতভাবে করলেই তার জনম সার্থক এবং তিনি প্রকৃত ভালো মানুষ। সবাই, এ নীতি অনুসরন করলে দেশ ও জাতি কোনো পেরেশানি ছাড়াই ইপ্সিত গন্তব্যে পৌঁছে যাবে।