ঢাকা, ২৭ আগস্ট বুধবার, ২০২৫ || ১১ ভাদ্র ১৪৩২
good-food
১০৩৫

সরবরাহ কম: প্রতিদিনই বাড়ছে আমের দাম

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:১৫ ২ জুলাই ২০১৯  

আমের মৌসুম শেষ হয়ে আসছে, তাই দাম চড়া। এ অবস্থায় বাজারে আম কিনতে গিয়ে বিপাকে পড়ছেন ক্রেতারা।  ব্যবসায়ীরা বলেছেন, এখন সরবরাহ কম। তাই প্রতিদিনই একটু একটু করে  আমের দাম বাড়বে।

ইতোমধ্যে রাজশাহীর বাজার থেকে বিদায় নিয়েছে জাতের আম গোপালভোগ, লক্ষণভোগ, রানীভোগ। বাজার ঘুরে দেখা গেল, মৌসুম শেষ হয়ে আসায় সুস্বাদু ক্ষিরসাপাত আমও বাজারে নেই।

ব্যবসায়ীরা জানান, ছোট বড় আড়ৎ ও অস্থায়ী দোকানগুলোতে এখন বেচাকেনা চলছে ল্যাংড়া, ফজলি ও আম্রপালির। উৎপাদন কম হওয়ার পাশাপাশি মৌসুম শেষে প্রতিদিনই বাড়ছে আমের দাম।

বর্তমানে প্রতি কেজি ল্যাংড়া বাজারে ৭০ থেকে ৮০, ফজলি ৪০ থেকে ৫০ ও আম্রপালি বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭৫ টাকায়। এতে লাভবান আম ব্যবসায়ীরা।

প্রতিদিনই একটু একটু করে দাম বেড়ে যাওয়ায় বাজারে আম কিনতে এসে হিমসিম খাচ্ছেন ক্রেতারা।

গত ১৫ মে থেকে পর্যায়ক্রমে গুটি, গোপালভোগ, লখণাসহ নানা জাতের আম বাজারে পাওয়া গেলেও সবশেষ আশ্বিনা জাতের আম ১৭ জুলাই থেকে নামবে।