ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
৮২৯

সস্ত্রীক নোবেল পেলেন বাঙালি অর্থনীতিবিদ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৪৯ ১৪ অক্টোবর ২০১৯  

দারিদ্র্ বিমোচনে অবদান রাখায় অর্থনীতিতে নোবেল পেয়েছেন বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। এছাড়া আরো দুজন অর্থনীতিতে নোবেল পেয়েছেন। তারা হলো অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী ফরাসি নাগরিক এস্থার ডাফলো ও মার্কিন নাগরিক মিশেল ক্রেমার। 

বাংলাদেশ সময় সোমবার  বিকেল সাড়ে ৩টায় রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস এ পুরস্কার ঘোষণা করে। সম্মানী হিসেবে তাদের দেয়া হচ্ছে ১১ লাখ মার্কিন ডলারও।

অভিজিৎ ব্যানার্জি ১৯৬১ সালে ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন। সাউথ পয়েন্ট ও প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করেন তিনি। সেখান থেকে ১৯৮১ সালে অর্থনীতিতে বিএস ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ১৯৮৩ সালে দিল্লির জওহরলাল বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ ডিগ্রি সম্পন্ন করেন।

১৯৮৮ সালে অর্থনীতিতে পিএইচডি করার জন্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ৫৮ বছর বয়সী অভিজিৎ বন্দ্যোপাধ্যায় পিএইচডি করেন সেখানেই। আমেরিকায় ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে অর্থনীতির অধ্যাপক তিনি।

অর্থনীতি বিভাগের পাঠকপ্রিয় খবর