ঢাকা, ১৮ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ৫ বৈশাখ ১৪৩১
good-food
৪৩৬

সাপে কামড়ালে তাৎক্ষণিক যা করবেন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:১০ ১৯ সেপ্টেম্বর ২০২০  

গ্রীষ্ম-বর্ষা এ দুই ঋতুতে সাপের উপদ্রব বাড়ে। প্রতি বছর এর কামড়ে আমাদের দেশে বহু মানুষের মৃত্যু হয়। তন্মধ্যে বেশিরভাগ মৃত্যুই ঘটে সাপে কামড়ানোর পর পরই রোগীর যত্নে গলদ থাকার কারণে।

 

শুধু গ্রাম নয়, শহরাঞ্চলেও ভ্রান্ত ধারণা ও কু-সংস্কারের বশবর্তী হয়ে অনেকের মৃত্যু হয়। সাপে কামড়ালে অধিকাংশ মানুষ হৃদস্পন্দন বন্ধ হয়ে মারা যান। এ কথা কমবেশি সবাই জানেন। 

 

কিন্তু জানার পরও বিশেষ বিষয়গুলোয় আমরা ভুল করে থাকি। তাতেই ঘটে হিতে বিপরীত।

 

সারাবছরই কম-বেশি সরকারি উদ্যোগে সাপের কামড়ের পর অবশ্য করণীয় নিয়ে প্রচার চলে। আরেকবার জেনে নিন সাপে কামড়ালে কী করলে বিপদ ডেকে আনতে পারে। 

 

•    যেখানে সাপ কামড়াবে, সেই জায়গাটিকে বেশি নাড়াচাড়া করবেন না। হাঁটা-চলা করানোর চেষ্টা তো একেবারেই নয়। বেশি নাড়াচাড়ায় শরীরের পেশীতে টান পড়ে। রক্ত চলাচল বাড়ে। ফলে বিষ দ্রুত ছড়িয়ে পড়ে দেহে।

 

•    অনেকেই সাপে কামড়ানোর ক্ষতের পাশে কিছুটা জায়গা চিরে বা কেটে দেন। ভাবেন, এতে ক্ষতে থাকা বিষ বেরিয়ে যাবে। এটি একদমই ভুল ধারণা। বরং এমন করলে রক্তে আরও দ্রুত বিষ ছড়িয়ে পড়ার সুযোগ পায়। এতে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।  কেবল ভেজা কাপড় দিয়ে কিংবা জীবাণুনাশক লোশন দিয়ে ক্ষত স্থান মুছে দিতে হবে।

 

•    ব্যথা হবেই। কিন্তু কখনও ব্যথা কমানোর ওষুধ দেবেন না। এতে রোগীর প্রকৃত অবস্থা বোঝা যাবে না। চিকিৎসায় ব্যাঘাত ঘটবে।

 

•    স্ট্রেচারে শোওয়ানোর মতো করে সোজা করে রোগীকে শোওয়ান। কাত করে, বেশি হাত-পা নাড়িয়ে শোয়াবেন না। লক্ষ্য রাখতে হবে কোনোভাবেই যেন বিষ ছড়িয়ে পড়ার কোনও সম্ভাবনা না তৈরি হয়।

 

•    সাপে কামড়ালে সবচেয়ে প্রয়োজন দ্রুত চিকিৎসার। কোনোরকম টোটকা বা কু-সংস্কারের ফাঁদে পা না দিয়ে যত দ্রুত সম্ভব রোগীকে নিয়ে যান হাসপাতালে।

 

•    যে জায়গাটি কামড়াবে, তার ওপরে শক্ত করে গিট দিতে হবে। যাতে বিষ গোটা শরীরে প্রবেশ করতে না পারে।

 

•    বেশিরভাগ সর্প দংশন করে থাকে পায়ে। কাজেই সাপ থাকতে পারে-এমন জায়গায় হাঁটার সময় বিশেষ সর্তকতা অবলম্বন করতে হবে। জুতা, লাইট ইত্যাদি সঙ্গে রাখতে হবে।

 

•    সাপ সামনে পড়ে গেলে ধীর-স্থির হয়ে দাড়িয়ে থাকা উচিত। সাপ প্ররোচনা ছাড়া কাটে না। (শুধু সাপ নয় পৃথিবীতে কোনো প্রাণীই অনর্থক ক্ষতি করে না)।

 

•    দুর্ভাগ্যবশত যদি সাপ কামড় দিয়ে থাকে, শান্ত থেকে কারো সাহায্য নিতে হবে। সর্প দংশনের পর কখনো দৌড়ানো উচিত নয়। এতে বিষ দ্রুত ছড়িয়ে পড়তে পারে। সাহস হারানো যাবে না।