ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১
good-food
৫০৩

স্বর্ণের দাম কমল ভরিতে ২৫০৮ টাকা

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:২৯ ২৫ নভেম্বর ২০২০  

করোনার উদ্ভূত পরিস্থিতিতে গেল অক্টোবরে ভরিতে ২৩৩৩ টাকা বাড়ানোর পর এ মাসে এসে প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৫০৮ টাকা ক‌মানো হয়েছে। মঙ্গলবার নতুন এই দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

 

বাজুসের সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার থেকে স্বর্ণের এ নতুন দাম কার্যকর হবে। তবে রুপার দাম অপরিবর্তিত থাকবে।

 

স্বর্ণের নতুন দাম অনুযায়ী, এদিন থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৭৩ হাজার ৮৩৩ টাকা।  যা মঙ্গলবার পর্যন্ত বিক্রি হচ্ছিল ৭৬ হাজার ৩৪১ টাকায়।

 

২১ ক্যারেটের স্বর্ণ ভরি প্রতি বিক্রি হবে ৭০ হাজার ৬৮৪ টাকা। যা গতকাল বিক্রি হচ্ছিল ৭৩ হাজার ১৯২ টাকায়। 

 

আর ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৬১ হাজার ৯৩৬ টাকা।  যা মঙ্গলবার পর্যন্ত এই মানের স্বর্ণের দাম রয়েছে ৬৪ হাজার ৪৪৪ টাকা।

অর্থনীতি বিভাগের পাঠকপ্রিয় খবর