ঢাকা, ০৬ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৫ || ২২ কার্তিক ১৪৩২
good-food
৩৭২

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:১১ ২১ জুলাই ২০২০  

নানা সমালোচনার মুখে পদত্যাগ করলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। করোনা ভাইরাসের চিকিৎসায় অব্যবস্থাপনা ও অধিদপ্তরে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে সমালোচনার মুখে ছিলেন তিনি। মঙ্গলবার তিনি অধিদপ্তরের পদ থেকে পদত্যাগ করেন। তার পদত্যাগপত্র জনপ্রশাসন সচিবের কাছে জমা দিয়েছেন বলে স্বাস্থ্য সচিব মো. আবদুল মান্নান নিশ্চিত করেছেন।

জানা গেছে, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক নিজে উদ্যোগী হয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে নিয়োগ দেন। কিন্তু চুক্তিভিত্তিক নিয়োগ দেয়ার পরই তার বিরুদ্ধে চরম দায়িত্বহীনতা, কর্তব্যে শৈথিল্য, পক্ষপাত এবং নানা দুর্নীতির অভিযোগ ওঠে। তাকে শোকজ করা হয় রিজেন্ট হাসপাতালের চুক্তির ব্যাপারে। কিন্তু শোকজের জবাব না দিয়ে তিনি পদত্যাগ করে দায়িত্ব থেকে সরে দাড়ালেন।