ঢাকা, ১২ নভেম্বর বুধবার, ২০২৫ || ২৭ কার্তিক ১৪৩২
good-food
১৭৯০

স্মার্টফোন-ট্যাবের ব্যবহারে শিশুর মস্তিষ্কের কাঠামো পাতলা হয়

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৩৩ ১২ ডিসেম্বর ২০১৮  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

যেসব শিশু দিনে সাত ঘন্টারও বেশি সময় স্মার্টফোন বা ভিডিও গেমস খেলে তাদের মস্তিষ্কের বহিরাবরণ অকালে পাতলা হয়ে যেতে পারে। নতুন একটি চলমান গবেষণায় একথা বলা হয়েছে।

মার্কিন ন্যাশনাল ইনন্সিটিউট অব হেল্থ (এনআইএইচ) এর আর্থিক সহায়তায় গবেষণাটি করা হচ্ছে। শিশুর মস্তিষ্কের ওপর এসব ডিভাইসের বিরূপ প্রভাব নিয়ে এক দশক ধরে ১১ হাজারেরও বেশি শিশু কিশোরের ওপর সমীক্ষা চালানোর পরিকল্পনা রয়েছে।

তবে ইতোমধ্যেই গবেষণাটির প্রথম ফলাফল পাওয়া গেছে। চার হাজার ৫শ জনের মস্তিষ্ক স্ক্যান করে গবেষকরা এ তথ্য দিয়েছেন। এতে দেখা গেছে যেসব শিশু দিনে সাত ঘন্টারও বেশি সময় স্মার্টফোন, ট্যাবলেট ও ভিডিও গেমস খেলে তাদের মস্তিষ্কের স্বেত পদার্থের বহিরাবরণ পাতলা হয়ে যায়।

তবে গবেষণাটি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই স্ক্রিন টাইম এফেক্ট সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।