ঢাকা, ০৭ অক্টোবর মঙ্গলবার, ২০২৫ || ২২ আশ্বিন ১৪৩২
good-food
৩০৭

সয়াবিন তেলের দাম আরও কমলো

লাইফ টিভি 24

প্রকাশিত: ০১:৩২ ১৪ আগস্ট ২০২৩  

বিশ্ববাজারে সয়াবিন তেলের দাম কমেছে। ফলে দেশের বাজারেও ভোজ্যতেলটির দর আরও কমানো হয়েছে। এবার প্রতি লিটার বোতলজাত সয়াবিনের মূল্য ৫ টাকা কমেছে। নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৭৪ টাকা।


রোববার (১৩ আগস্ট) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, খোলা সয়াবিন তেলের দর লিটারে ৫ টাকা কমিয়ে ১৫৪ টাকা এবং ৫ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ২৩ টাকা কমিয়ে ৮৫০ টাকা ধার্য করা হয়েছে। 

]

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল সোমবার (১৪ আগস্ট) থেকে নতুন এই মূল্য কার্যকর হবে। তাতে উল্লেখ করা হয়, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমেছে। ফলে আমদানি মূল্য হ্রাস পেয়েছে। তাই সয়াবিন তেলের নতুন দর নির্ধারণ করা হলো।

 

এর আগে গত ১১ জুলাই খোলা সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা কমিয়ে ১৫৯ টাকা এবং ৫ লিটার বোতলজাত সয়াবিন তেলের দর ৪৩ টাকা কমিয়ে ৮৭৩ টাকা ঠিক করা হয়। সেই সঙ্গে খোলা পাম তেল লিটারে ৫ টাকা কমিয়ে ১২৮ টাকা এবং বোতলজাত পাম তেল ১২ টাকা কমিয়ে ১৪৮ টাকা নির্ধারণ করা হয়।