ঢাকা, ০১ নভেম্বর শনিবার, ২০২৫ || ১৬ কার্তিক ১৪৩২
good-food
২৮৬

হজযাত্রীদের জন্য টিকা নেওয়া বাধ্যতামূলক

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:০৩ ৩ মার্চ ২০২১  

এ বছর হজযাত্রীদের জন্য করোনাভাইরাসের টিকা নেওয়া বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছে সৌদি আরব সরকার। সৌদির শীর্ষস্থানীয় সংবাদপত্র ওকাজের বরাতে এ খবর প্রকাশ করেছে আরব নিউজ।

 

এক বিবৃতিতে সৌদির স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ হাজিদের জন্য করোনাভাইরাসের টিকা নেওয়া বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছেন।  বিবৃতিতে বলা হয়, যেসব ব্যক্তি করোনাভাইরাসের টিকা নেবেন না, তারা হজ পালন করতে অনুমতি পাবেন না।

 

করোনার কারনে গত বছর সীমিত আকারে হজ্ব পালন করা হয়। এবছর প্রায় সব দেশের হাজীরা হজ্ব পালনের সুযোগ পাবেন বলে ধারনা করা হচ্ছে।  

 

উল্লেখ্য, সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় ওমরাহ পালনকারীদের জন্য করোনাভাইরাসের টিকা নেওয়া বাধ্যতামূলক করেছিল।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর