ঢাকা, ২৭ এপ্রিল শনিবার, ২০২৪ || ১৪ বৈশাখ ১৪৩১
good-food
৮১৫

হঠাৎ বেড়েছে কাঁচা মরিচের দাম

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৩৮ ১২ জুলাই ২০১৯  


হঠাৎ করেই বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে কাঁচামরিচের দাম।
পর রাজধানীর বাজারগুলোতে শুক্রবার পেঁয়াজের দাম খুচরা পর্যায়ে কেজিতে কমেছে ১০ টাকা। পেঁয়াজের দাম কমলেও অপরিবর্তিত রয়েছে সবজি, মাছের দাম। তবে এক লাফে কাচা মরিচের দাম বেড়েছে দ্বিগুন।

শুক্রবার রাজধানীর কারওয়ানবাজার, শান্তিনগর, সেগুনবাগিচা, রামপুরা, মালিবাগ হাজীপাড়া, খিলগাঁও অঞ্চলের বিভিন্ন বাজার ঘুরে ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।

জানা যায়, দুদিন আগে ব্যবসায়ীরা ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হয়েছে। এখন সেই পেঁয়াজের দাম কিছুটা কমে বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকা পাল্লা। অর্থাৎ প্রতিকেজির দাম পড়ছে ৩৬ থেকে ৩৮ টাকা।

খুচরা বাজারে খোঁজ নিয়ে দেখা গেছে, পেঁয়াজের কেজি ৫৫ টাকা বিক্রি হচ্ছিল, তা এখন কমে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে বেশিরভাগ সবজির দাম অপরিবর্তিত থাকলেও কাঁচামরিচের দাম বেড়েছে। কাঁচামরিচের পোয়া বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা। যা গত সপ্তাহে ছিল ১৫ থেকে ২০ টাকা। সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে।

ব্যবসায়ীরা বলছেন, পাইকারিতে দাম বেড়ে যাওয়ার কারণে বেশী দামে বিক্রি করতে হচ্ছে। মরিচের পাইকার আল আমিন জানান, তিন চারদিন আগেও মরিচ আমরা ১৫-২০ কেজিতে কিনে ঢাকায় আনতাম। এখন ৪০ টাকার নীচে মরিচ পাওয়া যাচ্ছে না। আড়তে মরিচের কেজি ৭০ টাকা উঠে গেছে।

ফকিরাপুল বাজারের একজন ব্যবসায়ী জানান, কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে। এতে মরিচের ক্ষতি হচ্ছে। বৃদ্ধির পানিতে মরিচ যেমন নষ্ট হচ্ছে, তেমনি মরিচ গাছও পঁচে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এভাবে বৃষ্টি অব্যাহত থাকলে কাঁচামরিচের দাম সামনে আরও বাড়তে পারে।

অর্থনীতি বিভাগের পাঠকপ্রিয় খবর