ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
১৭৯

হিলিতে পেঁয়াজের কেজি ৪০ টাকা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৫৬ ৬ জুন ২০২৩  

দেশের বাজারে পেঁয়াজের উর্ধ্বমুখী দামের লাগাম টানতে ভারত থেকে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। এর প্রভাবে কমছে পেঁয়াজের দর। দু দিন আগে হিলি বাজারে ৮০ টাকা থেকে ৮৫ টাকা দরে বিক্রি হওয়া পেঁয়াজ বর্তমানে খুচরা বাজারে ৩৭ টাকা থেকে ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। 

 

আমদানির পর দেশী জাতের পেয়াজের দাম অর্ধেকে নেমে আসায় জনমনে স্বস্তি ফিরে এসেছে।  আমদানি করা ভারতীয় পেয়াঁজের কেজি সর্বোচ্চ ৩০ টাকা দামে বিক্রি হবে বলে ব্যবসায়ীরা জানান। 

 

পেঁয়াজ উৎপাদন করে কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য কৃষকের স্বার্থ সুরক্ষায় বিগত ১৫ মার্চ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি বা আইপি বন্ধ রাখে সরকার। এরপর থেকে টানা ৮২ দিন ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। 

 

রমজানের ঈদের আগে যে পেঁয়াজ ৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, তা বাড়তে বাড়তে গিয়ে  ৮০ টাকা থেকে ৮৫ টাকায় ঠেকে।

অর্থনীতি বিভাগের পাঠকপ্রিয় খবর