ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
৩৬৬

১৫ দিনে ১.২২ বিলিয়ন ডলারের রেকর্ড রেমিট্যান্স

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:১৯ ১৬ নভেম্বর ২০২০  

২০২০-২০২১ অর্থবছরে নভেম্বরের প্রথম ১৫ দিনে ১.২২ বিলিয়ন মার্কিন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশের ইতিহাসে এর আগে কখনো মাত্র ১৫ দিনে এই পরিমাণ রেমিট্যান্স আসেনি। 

 

সোমবার (১৬ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে চলতি অর্থবছরে এই মাসের প্রথম ১৫ দিনে প্রায় ১.২২ বিলিয়ন মার্কিন ডলার এসেছে। ২০১৯-২০ অর্থবছরে একই সময়ে দেশে ০.৯১ বিলিয়ন ডলার এসেছিল।

 

রেমিট্যান্স দেশের অর্থনীতিকে সচল রেখেছে। সম্প্রতি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এই রেমিট্যান্স প্রবাহের জন্য দেশবাসীর পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশিদের ধন্যবাদ জানান। তিনি বলেন, এই সময়ে আমাদের রেমিট্যান্স যোদ্ধারা দেশে অর্থ পাঠিয়ে আমাদের অর্থনীতিকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ২০১৯-২০ অর্থবছরের বাজেটে সরকার প্রবাসী বাংলাদেশিদের উৎসাহিত করতে বিদেশ থেকে বৈধ পথে রেমিট্যান্স পাঠালে ২ শতাংশ নগদ প্রণোদনা দেয়ার ঘোষণা দেয়। এর পরই রেমিট্যান্স প্রবাহ বাড়তে শুরু করে।

 

মন্ত্রী বলেন, রেমিট্যান্স বাড়তে শুরু করলে অনেকেই বলতে শুরু করলেন এগুলো ঠিক নয়, এমনটা থাকবে না, এটা টেকসই নয়। যখন দেশে অস্বাভাবিক দ্রুতগতিতে রেমিট্যান্স আসতে শুরু করল, তখন তাদের অনেকেই বিভিন্ন মন্তব্য করতে শুরু করলেন, শ্রমিকরা তাদের ব্যবসা গুটিয়ে বা চাকরি ছেড়ে দিয়ে দেশে ফিরে আসছে।

 

তিনি বলেন, তাদের সাথে তাল মিলিয়ে বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থাও বলতে শুরু করে, এই রেমিট্যান্স প্রবাহ ঠিক নয়, এটা টেকসই হবে না। কিন্তু তাদের সব পূর্বাভাস ভুল প্রমাণ করে ওই ঘোষণার পর থেকে রেমিট্যান্স প্রবাহ বেড়েই চলেছে। এতে আরো একবার প্রমাণিত হলো আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছি।

অর্থনীতি বিভাগের পাঠকপ্রিয় খবর