ঢাকা, ০৪ নভেম্বর মঙ্গলবার, ২০২৫ || ১৯ কার্তিক ১৪৩২
good-food
২৮৪

২৪ ঘণ্টায় আক্রান্তের চেয়ে সুস্থ বেশি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:০৬ ২১ আগস্ট ২০২০  

দেশে গত ২৪ ঘণ্টায় ২,৪০১ জনের করোনা শনাক্ত হয়েছে।  এ নিয়ে প্রাণঘাতি ভাইরাসে আক্রান্ত শনাক্ত হলেন মোট ২ লাখ ৯০ হাজার ৩৬০ জন।

এসময়ে মারা গেছেন ৩৯ জন। এতে কোভিড-১৯ সংক্রমিত হয়ে মোট মৃত্যুবরণ করলেন ৩,৮৬১ জন। 

গত একদিনে ১২,৯৪৩টি নমুনা পরীক্ষা করে এ সংখ্যা পাওয়া গেছে। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ১৮.৫৫ শতাংশ।

এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৪ লাখ ২০ হাজার ৪৯৯টি। মোট টেস্টের অনুপাতে শনাক্তের হার ২০.৪৪ শতাংশ।

শুক্রবার বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩,৬২৪ জন। তাতে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৭২ হাজার ৬১৫ জন। 

এদিন মারা যাওয়াদের মধ্যে পুরুষ ২৭ জন এবং নারী ১২ জন। দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে প্রায় ৭৯ ভাগই পুরুষ।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর