ঢাকা, ১৯ মার্চ মঙ্গলবার, ২০২৪ || ৫ চৈত্র ১৪৩০
good-food
৭৫৬

২৪ ঘণ্টায় কমবে পেঁয়াজের দাম!

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:০৬ ১৭ সেপ্টেম্বর ২০১৯  

বাংলাদেশ ট্যারিফ কমিশনের সদস্য মো. আবু রায়হান আল বিরুনি আশাবাদ ব্যক্ত করেছেন,আগামী ২৪ ঘণ্টার মধ্যে পেঁয়াজের দাম কমে যাবে। তিনি জানান, পেঁয়াজের সরবরাহ বাড়িয়ে বাজার স্বাভাবিক করতে ইতিমধ্যে ফলপ্রসূ ব্যবস্থা নিয়েছে সরকার। এ কারণে পেঁয়াজের দাম কমে যাবে। 
মঙ্গলবার বিকালে পেঁয়াজের দাম নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে ব্যবসায়ী, আমদানিকারক ও পাইকারদের সঙ্গে বৈঠকের পর আবু রায়হান এ কথা বলেন।
পেঁয়াজ রান্নার জন্য অতি প্রয়োজনীয় একটি উপকরণ। হুট করে এর দাম বেড়ে গেছে। ফলে দেশবাসীর মধ্যে অসন্তুষ্টি দেখা গেছে। তাই দাম কমাতে পদক্ষেপ নেয় সরকার। 
তিনি বলেন, মিয়ানমার থেকে আমদানির জন্য আমরা পেঁয়াজের এলসি মার্জিন কমানোর সুপারিশ করেছি। আমদানিতে সুদের হার কমাতে বাংলাদেশ ব্যাংক থেকেও নির্দেশনা গেছে।
এর আগে ২০১৪ ও ২০১৭ সালে দেশে বাজার স্থিতিশীল করতে মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি করা হয়। সেসব উল্লেখ করে আবু রায়হান বলেন, ২৪ ঘণ্টার মধ্যে পেঁয়াজের দাম না কমলে আমাকে জানাবেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব জাফর উদ্দিন বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ সরকারের অন্যান্য সংস্থাগুলো বাজারে পেঁয়াজের দামের ওপর লক্ষ্য রাখছে। নজরদারি বাড়ানো হয়েছে। তাই শিগগির পেঁয়াজের দাম কমার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ভারতে রপ্তানিমূল্য বাড়ানোর ফলে বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম দ্বিগুণ হয়ে গেছে। ঢাকার কাঁচা বাজারগুলোতে প্রতি কেজি পেঁয়াজ ৮০ টাকা পর্যন্ত দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজের দুর্মূল্যের ঝাঁজ থেকে নিম্নআয়ের মানুষদের স্বস্তি দিতে রাজধানীর কয়েকটি জায়গায় ট্রাকে করে খোলা বাজারে পেঁয়াজ বিক্রি করছে টিসিবি।

অর্থনীতি বিভাগের পাঠকপ্রিয় খবর