ঢাকা, ০৮ অক্টোবর বুধবার, ২০২৫ || ২২ আশ্বিন ১৪৩২
good-food
১৯৪

৩৪ বিলিয়ন ডলারের নিচে নেমে গেলো রিজার্ভ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:৩০ ৩০ নভেম্বর ২০২২  

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৪ বিলিয়নের নিচে নেমে গেছে। বুধবার (৩০ নভেম্বর) সঞ্চায়ন থেকে ৭ কোটি ১০ লাখ ডলার বিক্রি করে কেন্দ্রীয় ব্যাংক। এরপর দিন শেষে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ৩৩ দশমিক ৮৬ বিলিয়ন ডলার।

 

চলতি ২০২২-২৩ অর্থবছরে এখন পর্যন্ত রিজার্ভ থেকে ৬ বিলিয়ন ডলারের বেশি বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। মূলত জ্বালানি, কীটনাশক ও খাদ্য আমদানির জন্যই রিজার্ভ থেকে ডলার বিক্রি করছে কেন্দ্রীয় ব্যাংক। এ থেকে আজ যে ডলার বিক্রি করা হয়েছে, তাতে প্রতি ডলারের দাম ধরা হয়েছে ৯৮ টাকা।

 

প্রসঙ্গত, ডলার সংকটের কারণে গত ১৫ মাস ধরে কমছে রিজার্ভ। গত বছরের আগস্টে তা ৪৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছিল। আমদানি দায় মেটাতে ডলার বিক্রির কারণে তা কমে এখন ৩৪ বিলিয়নের নিচে নেমে গেছে। ভবিষ্যতে আরও কমবে বলে আশঙ্কা আছে।