ঢাকা, ০৬ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৫ || ২১ কার্তিক ১৪৩২
good-food
৩৯৯

আবরার হত্যা নিয়ে বিবৃতি, জাতিসংঘ প্রতিনিধিকে তলব

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৪৭ ১৩ অক্টোবর ২০১৯  

বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যার ঘটনায় বিবৃতি দিয়েছিলেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো। এজন্য তাকে তলব করে ব্যাখ্যা চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 
মন্ত্রণালয়ের ঊধ্র্বতন এক কর্মকর্তা বলেন, আবরার হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের ঢাকা অফিস বিবৃতি দিয়েছিল। সেই বিষয়ে আবাসিক প্রতিনিধির কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
গেল বুধবার বেলা ১১টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হন মিয়া সেপ্পো।  জাতিসংঘ উইংয়ের মহা পরিচালক নাহিদা সোবহানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানান, উন্নত বিশ্বে ছাত্র হত্যার ঘটনা ঘটলে তা নিয়ে জাতিসংঘকে কথা বলতে দেখা যায় না। বাংলাদেশে সেরকম কিছু ঘটলেই তা মত প্রকাশের স্বাধীনতার সঙ্গে জড়ানো হয়। কিন্তু কেন? জাতিসংঘ প্রতিনিধির কাছে সেটারই ব্যাখ্যা চাওয়া হয়েছে।