ঢাকা, ০৫ নভেম্বর বুধবার, ২০২৫ || ২১ কার্তিক ১৪৩২
good-food
৭৫৯

‘আল্লাহর দলের’ ৫ সদস্য আটক

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৩৭ ২৯ ডিসেম্বর ২০১৯  

খুলনার লবণচরা এলাকা থেকে রোববার ভোরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দলের’ পাঁচ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
আটককৃতরা হলেন সংগঠনটির যশোর জেলা নায়েক ইলিয়াস কাঞ্চন রিপন (৩৭), যুগ্ম জেলা নায়েক মো. মুকুল হোসেন (৩৬), সহ জেলা নায়েক মো. ইয়াছিন আলী (৩৮), থানা নায়েক মো. শুকুর আলী (২৯) এবং গ্রাম নায়েক মো. সোহানুর রহমান সোহান (২৩)।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে এবং গোপন বৈঠক করার সময় ওই পাঁচজনকে আটক করে।
এসময় তাদের কাছ থেকে হ্যান্ডনোট, লিফলেট, দোকানঘর ভাড়ার চুক্তিপত্র, উগ্রবাদী কবিতা, হাতে লেখা সংগঠনের কার্যবিধি প্রভৃতি উদ্ধার করে র‌্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, দীর্ঘদিন ধরে তারা এ সংগঠনের সঙ্গে জড়িত। তারা দেশের বিভিন্ন স্থান থেকে সদস্য নির্বাচন, বিভিন্ন উৎস হতে অর্থ সংগ্রহ এবং কর্মীদের বায়াত গ্রহণ করানোর মাধ্যমে দলীয় শক্তি বৃদ্ধির কাজে নিয়োজিত।