ঢাকা, ০৬ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৫ || ২২ কার্তিক ১৪৩২
good-food
৮৯১

এবার ওসির মোটরসাইকেল চুরি

লাইফ টিভি 24

প্রকাশিত: ০০:২৩ ২১ মে ২০১৯  

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি, তদন্ত) মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। রবিবার (১৯ মে) বিকালে এ চুরির ঘটনা ঘটলেও সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত মোটরসাইকেলটি উদ্ধার করা সম্ভব হয়নি।

 

জানা গেছে, রবিবার বিকালে ভূরুঙ্গামারী থানার ওসি (তদন্ত) জাহেদুল ইসলাম তার কালো রঙের একটি পালসার (১৫০ সিসি) মোটরসাইকেল উপজেলার কলেজ রোডের ভাড়া বাসার গেটে রেখে বাসায় ঢোকেন। এর কিছু সময় পর তিনি ফিরে এসে দেখেন মোটরসাইকেলটি নেই। পরে অনেক খোঁজাখুঁজি করেও মোটরসাইকেলটি পাওয়া যায়নি।

 

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘মোটরসাইকেলটি উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে। আমরা ইতোমধ্যে মোটরসাইকেলটি শনাক্ত করতে সক্ষম হয়েছি। আশা করছি রাতের মধ্যেই আমরা মোটরসাইকেলটি উদ্ধার করতে সক্ষম হবো।’

 

উপজেলা শহর থেকে এভাবে পুলিশের মোটরসাইকেল চুরির ঘটনায় এলাকাবাসী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।