ঢাকা, ২৭ জুলাই শনিবার, ২০২৪ || ১২ শ্রাবণ ১৪৩১
good-food
২০৩

এশিয়া কাপের ফাইনালে মাত্র ৫০ রানে আউট শ্রীলঙ্কা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৪২ ১৭ সেপ্টেম্বর ২০২৩  

প্রথম ওভারেই সুর রেধে দিলেন জাসপ্রিত বুমরাহ। এরপর ২২ গজে ঝঙ্কার তুললেন মোহাম্মদ সিরাজ। ডানহাতি পেসার ওভারে চারটিসহ  শিকার করলেন ছয় উইকেট। দুর্দান্ত স্পেলে তিন শিকার ধরে ধ্বস নামিয়ে দিলেন হার্দিক পান্ডিয়া। ওয়ানডে ইতিহাসে নিজেদের দ্বিতীয় সর্বনিম্ন আর এশিয়া কাপের সর্বনিম্ন ইনিংসের লজ্জায় পড়ল শ্রীলঙ্কা।
এদিকে অর্ধশত রান করতে কোন উইকেট না হারিয়ে অস্টম বারের মত এশিয়ার কাপ জিতে নিলো ভারত। 

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে রোববার এশিয়া কাপের ফাইনালে টস ভাগ্যে হেসেছিল শ্রীলঙ্কা। কিন্তু হাসি মিলিয়ে গেল নিমিষেই। ১৫.২ ওভারে স্রেফ ৫০ রানে গুটিয়ে গেল শ্রীলঙ্কা। এশিয়া কাপে এশিয়া কাপে এটিই সর্বনিম্ন স্কোর। সবচেয়ে কম ডেলিভারিতে ৫ উইকেট শিকারের রেকর্ড গড়েন সিরাজ।


প্রতিযোগিতায় এতদিন সর্বনিম্ন স্কোর ছিল ৮৭ রানের। ২০০০ সালে পাকিস্তানের বিপক্ষে অলআউট হয়েছিল বাংলাদেশ। এবার সে রেকর্ড ভাঙল শ্রীলঙ্কা। প্রতিযোগিতাটির ফাইনালে এর আগের সর্বনিম্ন স্কোরটি ছিল ১৭৩ রানের।


সেই ওভারের প্রথম বলে পয়েন্ট থেকে পাতুন নিশাঙ্কার দুর্দান্ত ক্যাচ নেন রবীন্দ্র জাদেজা। দ্বিতীয় বল ডট। তৃতীয় বলে এলবিডব্লিউয়ের শিকার নতুন উইকেটে আসা সাদিরা সামারাবিক্রমা। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি মারকুটে এই ব্যাটার। পরের বলেই কাভারে চারিত আসালাঙ্কার সহজ ক্যাচ নেন ইশান কিষান। হ্যাটট্রিক বলটি মিড-অন দিয়ে বাউন্ডারি মারেন ধনাঞ্জয়া ডি সিলভা। ওভারের শেষ বলে কট বিহাইন্ড হয়ে যান।

শেষ তিন উইকেট তুলে নেন পান্ডিয়া। এর মধ্যে শেষ দুই বলে তুলে নেন দুটি। ৫০ ওভারের ম্যাচ পরিনত হয় ৫০ রানের ম্যাচে!

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর