ঢাকা, ০৫ নভেম্বর বুধবার, ২০২৫ || ২১ কার্তিক ১৪৩২
good-food
৩৩০

করোনায় আক্রান্ত ২৯৪৯: ৩৭ জনের  মৃত্যু

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:০৮ ১০ জুলাই ২০২০  

 

দেশে করোনা পরীক্ষা কেন্দ্র বর্তমানে ৭৭টি। কিন্তু কিট সংকটের  কারনে পরীক্ষার হার কমে গেছে। এক সপ্তাহ আগে যেখানে গড়ে ১৭-১৮ হাজার নমুনা পরীক্ষা হত এখন তা ১৩ হাজারে  নেমে এসেছে। 
 গত ২৪ ঘণ্টায় আরও ২৯৪৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৭৮ হাজার ৪৪৩ জনে। অন্যদিকে, দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই হাজার ২৭৫ জনে। 

শুক্রবার দুপুরে ‘করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে’ স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

ডা. নাসিমা সুলতানা বরাবরের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান বুলেটিনে।


গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম শনাক্ত হয় করোনাভাইরাস।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর