ঢাকা, ০৫ নভেম্বর বুধবার, ২০২৫ || ২১ কার্তিক ১৪৩২
good-food
৪৭৯

করোনায় মৃত্যু ৪১: শনাক্ত ৩,৩৬০

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:২০ ৯ জুলাই ২০২০  

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সুস্থ হয়েছেন ৩,৭০৬ জন। বুধবার সুস্থ হয়েছিলেন ২,৭৩৬ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ৮৪,৫৪৪ জন। এছাড়া একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪১ জন। 

 বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অনলাইন বুলেটিনে বলা হয়, ৭৬টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৫,৬৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে আরও ৩,৩৬০ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১,৭৫,৪৯৪ জন। 

উল্লেখ্য বুধবার সারাদেশে এর বাইরে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন  আরো ১১ জন। 

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর